ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ : আইজিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ : আইজিপি

ঈদযাত্রায় রাস্তায় ধারণক্ষমতার চেয়ে বেশি গাড়ি চলাচল করায় কিছুটা যানজট হচ্ছে। তবে যাত্রীদের নিরাপত্তা ও যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশসহ সবাই সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গতকাল বিকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে পুলিশপ্রধান এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম) আতিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশপ্রধান বলেন, স্বাভাবিক সময়ে ধারণক্ষমতা বিবেচনা করে একটি সড়ক নির্মাণ করা হয়। কিন্তু ঈদের সময় ধারণক্ষমতার চেয়ে বেশি গাড়ি চলাচল করায় গাড়ি চলাচল ধীর হচ্ছে, কিন্তু গাড়ি আটকে নেই। মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে যেতে পারে তা নিশ্চিত করছি। তাদের যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে আছি। আইজিপি বলেন, সরকারের নির্দেশে সড়ক মন্ত্রণালয়, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে সড়কে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সড়কে শৃঙ্খলা রক্ষায় মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি, মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত