শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট

মাঝারি গরুর চাহিদা বেশি

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, মাঝারি গরুর চাহিদা বেশি। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর পশুর হাট। ঢাকার সবগুলো হাটেই কোরবানির পশু ভালোই বিক্রি হচ্ছে। বিশেষ করে মাঝারি গরুর চাহিদা বেশি অধিকাংশ হাটে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বছিলা ৪০ ফিট হাট ঘুরে জানা গেছে, সেখানে মাঝারি গরু বেশি বিক্রি হচ্ছে। এক লাখ ২০ থেকে এক লাখ ৫০ হাজারের মধ্যে দারুণ গরু মিলছে। ফলে সকাল থেকে গরুর বিক্রি বেড়েছে। এ হাটে কুষ্টিয়া, নড়াইল, যশোর, বগুড়া ও পাবনা থেকে অনেক বেপারী গরু নিয়ে এসেছেন। গতকাল রাত থেকে বিক্রি বেড়েছে বলে জানান বেপারীরা। বেপারী নিয়ামত ১৮টি গরু আনেন বসিলা হাটে। ইতোমধ্যে ১৩টি বিক্রি করেছেন। এসব গরু এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ৫০ হাজারের মধ্যে বিক্রি করেছেন। এখন পাঁচটা গরু বাকি আছে। আজকের মধ্যে এগুলোও বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

ধানমন্ডির আশরাফ আলী ও তার ছেলে বেপারীর সহায়তায় হাট থেকে গরু বের করছিলেন। জানতে চাইলে আশরাফ আলী বলেন, তিনি যে গরু কিনেছেন তাকে হাসিলসহ এক লাখ ৬২ হাজার টাকা খরচ পড়েছে। তার মতে, খারাপ হয়নি। আশরাফ আলীর পাশ দিয়ে রাকিব নামে এক যুবক ও তার বন্ধুরা মিলে ১ লাখ ৪৮ হাজার টাকার গরু নিয়ে যাচ্ছেন। রাকিব বলেন, দাম চাইছিল ১ লাখ ৯০ হাজার। দর দামে এক লাখ ৪৮ হাজার টাকায় পেলাম। হাটে প্রবেশের মুখে দাঁড়িয়ে বিক্রি হওয়া গরু ও ক্রেতাদের মুখে দাম শুনে জানা যায়, এই হাটে মাঝারী গরুর দাম অন্যান্য হাটের তুলনায় কিছুটা কম। তবে ছোট গরু ৭০ হাজারের নিচে মিলছে না। গরুর বেপারীরা বলছেন, তারা দাম চাইছেন কিন্তু ক্রেতা দেড় লাখের ওপর যাচ্ছে না। ফলে তারা বাধ্য হয়ে দিয়ে দিচ্ছেন। বসিলার এই হাটটিতে কিছু সময় পরপরই বিক্রি হওয়া গরু নিয়ে বেরিয়ে আসছেন ক্রেতারা। এসব গরুর অধিকাংশই মাঝারি আকারের। এই হাটে বড় গরু কম বিক্রি হচ্ছে। প্রায় ঘণ্টাখানেক রাস্তায় দাঁড়িয়ে থাকার পর মাত্র একটি বড় গরুর দেখা মিলেছে। বিকাল নাগাদ কেনাকাটা আরো জমজমাট হবে বলে আশা করছেন বিক্রেতারা।