ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বশেমুরকৃবি’র ভিসি

সায়েন্টিফিক প্ল্যানিং গ্রুপের কো-চেয়ারম্যান নির্বাচিত

সায়েন্টিফিক প্ল্যানিং গ্রুপের কো-চেয়ারম্যান নির্বাচিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দিন মিয়া ২৩ জাতি বিশিষ্ট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চ (এপিএন) এর সায়েন্টিফিক প্ল্যানিং গ্রুপের কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে, চায়না-মঙ্গোলিয়া-ইন্দোনেশিয়ায় সপ্তাহব্যাপী এক সরকারি সফরের শেষ পর্যায়ে বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর এখন ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন। দেশটির রাজধানী জাকার্তায় চার দিনব্যাপী (১১-১৪ জুন, ২০২৪) অনুষ্ঠিত সংস্থাটির দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত সকল দেশের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হন। তাছাড়া, অপর কো-চেয়ারম্যান হিসেবে তাঁর সহকর্মী হয়েছেন ফিজির বিজ্ঞানী ড. অনেশ সিংহ। এই কো-চেয়ারম্যানদ্বয় সংস্থাটির স্টিয়ারিং কমিটির সক্রিয় সদস্য হিসেবে নিয়মিতভাবে এতদ্অঞ্চলের সমসাময়িক বিষয়ের উপর গবেষণার বিষয়বস্তু ‘নির্ধারণ, নির্ধারিত বিষয়ের উপর গবেষণা প্রকল্প আহ্বান, প্রস্তাবিত প্রকল্পগুলো বাছাই এবং মূল্যায়ন করবেন। বিশ্ববিদ্যালয় পরিবার তার এই আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ অধিষ্ঠানের জন্য গর্বিত ও আনন্দিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত