ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে টার্ফে খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামে টার্ফে খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় বন্ধুদের সঙ্গে একটি ফুটবল টার্ফ মাঠে খেলতে গিয়ে মোহাম্মদ আরাফাত (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আরাফাতের এ মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার শিকলবাহা এলাকার মইজ্জ্যারটেক আবাসিকের পাশের একটি টার্ফ মাঠে মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটে। কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে টার্ফ মাঠটি বন্ধ রাখা হয়েছে। মোহাম্মদ আরাফাত চরপাথরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আক্কেল আলীর বাড়ির নূর হোসেন প্রকাশ গুরা মিয়ার ছেলে। সে মেমোরিয়াল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকালে আরাফাতসহ তার বন্ধুরা মিলে কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিকের বিপরীতে কৃত্রিমভাবে তৈরি টার্ফ কোর্টে খেলতে গিয়েছিল। ওই টার্ফ কোর্টে ছোটদের ও বড়দের খেলার জন্য আলাদা ফুটবল গোলপোস্ট বার রয়েছে। আরাফাত খেলার এক ফাঁকে বড়দের বারে ঝুলে ব্যায়াম করছিল। হঠাৎ দুর্ঘটনাবশত বারটি তার পেটে আঘাত করে। বারের আঘাতে সে গুরুতর আহত হলে তার বন্ধুরা প্রথমে পাশের কলেজবাজার সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায়। সেখানকার ডিউটি ডাক্তার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। পরে চমেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এ প্রসঙ্গে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কর্ণফুলী থেকে আহত অবস্থায় এক ছেলেকে জরুরি বিভাগে আনা হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত