হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প নেই : এমপি বাদশা

প্রকাশ : ২১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বর্তমান শিক্ষা কারিকুলাম যুগোপযোগী একটি কারিকুলাম। শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও কর্মকে গুরুত্ব দিয়ে দীর্ঘ গবেষণার মধ্যদিয়ে এই কারিকুলাম তৈরি করা হয়েছে। এটি নিয়ে অনেকেই না বুঝে সমালোচনা করেন। অথচ স্মার্ট কর্মমুখী জনশক্তি তৈরিতে হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান বাদশা। গত বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষা সংশ্লি­ষ্ট কর্মকর্তা আইএস, এআইএস, এডিইও, এআই, আরও, ডিটিসি, এইউএসইও, এটিএসইও, এপি পদবিধারী শিক্ষা কর্মকর্তা এবং থানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দুই দিনব্যাপী নতুন কারিকুলাম বিস্তরণ, মনিটরিং অ্যান্ড মেন্টরিং-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মাউশি অধিদপ্তরের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম উপ-পরিচালক ড. মোহম্মদ কুদরত-ই-হুদা, মাউশি ট্রেনিং স্পেশালিস্ট আখতারুজ্জামান, মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যার্নাজী, মাউশি রাজশাহী আঞ্চলিক ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী। সভাপতিত্ব করেন, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীর পরিচালক অধ্যাপক মোঃ ওয়াহেদুল কবির সুহার্দীসহ অনেকে উপস্থিত ছিলেন।