আদালতপাড়ায় এখনো ঈদের ছুটির আমেজ

প্রকাশ : ২১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঈদের টানা পাঁচ দিন ছুটির পর আদালত খুললেও তেমন জমে উঠেনি প্রথম ও দ্বিতীয় কার্যদিবস। গতকাল বৃহস্পতিবার খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, বেশ কিছু ম্যাজিস্ট্রেট আদালতসহ ঢাকার অনেক আদালতের বিচারক এখনো রয়েছেন ছুটিতে। বিচারপ্রার্থী ও আইনজীবীদের উপস্থিতিও তুলনামূলক কম দেখা গেছে। ঈদের ছুটি শেষে গত বুধবার খুলেছে সরকারি অফিস। ঈদের ছুটিতে যারা দূর-দূরান্তে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গিয়েছেন, তাদের অনেকেই দুয়েক দিনের অতিরিক্ত ছুটি নিয়েছেন, আগামী রোববার থেকে কর্মস্থলে ফিরবেন। ঈদের পর প্রথম ও দ্বিতীয় কর্মদিবসে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে এখনো রয়েছে ঈদের আমেজ। এজন্য আদালতপাড়ায় বিচারপ্রার্থী ও আইনজীবী উপস্থিতিও কিছুটা কম। অনেক মামলার শুনানি হলেও তাতে আইনজীবীরা সময় বাড়িয়ে নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, এখনো অনেকেই ঈদের ছুটিতে প্রিয়জনের সময় কাটাচ্ছেন। এজন্য আদালতপাড়ায় বিচারপ্রার্থী ও আইনজীবী তুলনামূলক কম দেখা যাচ্ছে। আগামী রোববার থেকে পুরোদমে আদালতের সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা ফিরে পাবে। ঢাকার জজ কোর্টের আইনজীবী রুহুল আমিন বলেন, গতকাল থেকে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। তবে আজই কোর্টের কার্যক্রম চলছে ঢিলেঢালা। আদালতে মামলা থাকলেও বিভিন্ন কারণ শুনানি হচ্ছে না। আগামী রোববার থেকে পুরোদমে আদালতের কার্যক্রম শুরু হবে বলে মনে করেন এই আইনজীবী। ঢাকার জজ কোর্টের আরেক আইনজীবী ফারুক আহমেদ বলেন, আদালত পাড়ায় এখনো ঈদের আমেজ বিরাজ করতে দেখা গেছে। চিরচেনা সেই চাঞ্চল্য ও ব্যস্ততা ছিল না। তবে আইনজীবী ও আদালতে কর্মচারীদের উপস্থিতি ছিল প্রায় স্বাভাবিক। তবে অনেক মামলায় সাক্ষী ও বিচারপ্রার্থীরা না আসায়, সময় নিচ্ছেন আইনজীবীরা। জানা যায়, ঈদ উপলক্ষ্যে ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ছিল। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুই দিন ছিল সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটিয়েছেন।