তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে সম্মেলন

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে রংপুর সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিস্তা পাড়ের প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত চীন সফরের মধ্যদিয়ে এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব জট খুলবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে আগামী ৬ জুলাই কাউনিয়া ব্রিজ পয়েন্টে মহাসমাবেশ করবে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

রংপুর সিটি মেয়রসহ তিস্তা অববাহিকার সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এ সমাবেশে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন পরিষদ।