রংপুর বিভাগে ভিক্ষুকদের পুনর্বাসন

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর বিভাগে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত বেসরকারি এতিমখানা ৮৩৪টি এবং ৬১৭ জন ভিক্ষুককে পুনর্বাসন করেছে। রংপুর বিভাগের ৮ জেলায় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত বেসরকারি এতিমখানা রয়েছে ৮৩৪টি। এর মধ্যে রংপুর জেলায় ১০৬টি, দিনাজপুর জেলায় ৩২৫টি, গাইবান্ধা জেলায় ১০০টি, কুড়িগ্রাম জেলায় ৬০টি, লালমনিরহাট জেলায় ১৪টি, নীলফামারী জেলায় ৮৭টি, ঠাকুরগাঁও জেলায় ৯৮টি এবং পঞ্চগড় জেলায় ৪৪টি। রংপুর বিভাগে সরকারের আর্থিক সহায়তাপ্রাপ্ত (ক্যাপিটেশন গ্র্যান্ট) এতিমখানা রয়েছে ৭৩১টি। উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত যেসব বেসরকারি এতিমখানায় ৬-১৮ বছর বয়সের ন্যূনতম ১০ জন এতিম রয়েছে, সেসব এতিমখানার সর্বোচ্চ ৫০ শতাংশ এতিমকে সরকার মাসিক ২ হাজার টাকা করে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান করে।