ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢামেকে দুই কারাবন্দির মৃত্যু

ঢামেকে দুই কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন কয়েদি শাহ আলম হাওলাদার (৬০) ও হাজতি মো. হান্নান (৪০)। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শাহবাগ থানায় গতকাল রোববার পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছে।

কারা সূত্রে পাওয়া তথ্য থেকে জানা যায়, বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি মৃত এছহাক হাওলাদারের ছেলে শাহ আলম। তার বন্দি নম্বর (কয়েদি-৪৯৯৩/এ)। তিনি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। বন্দি অবস্থায় তিনি প্রথমে বরগুনা কারাগারে ছিলেন। পরে সেখান থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকে অসুস্থতার কারণে গত ১০ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগে আজ সকাল ৭টায় তিনি মারা যান। অপরদিকে, মাদক মামলায় বন্দি মো. হান্নান (৪০) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ৯টা ১০ মিনিটে মেডিসিন বিভাগে মারা যান। তার বন্দি নম্বর (হাজতি নম্বর-২৪৪৯৮/২৪)। এর আগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন মো. হান্নান। অসুস্থতার কারণে ওই দিনই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এবং সেখান থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে রাত ৮টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার মৃত সামসু মিয়ার ছেলে হান্নান। তিনি কোতোয়ালি থানায় মাদক মামলায় বন্দি ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত