পৌরসভার মেয়র পদে উপনির্বাচন

বহিরাগতদের মহড়ায় জনমনে আতঙ্ক : উত্তপ্ত গৌরনদী

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

জেলার গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১৪টি গ্রামের সর্বত্র উত্তাপ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে জনমনে নানা আতঙ্ক বিরাজ করছে। সূত্রমতে, এক প্রার্থীর পক্ষে ইউনিয়নসহ পার্শ¦বর্তী উপজেলার বহিরাগতদের মোটরসাইকেল মহড়া, সাধারণ ভোটারদের ওপর হামলা, ভোটের দিন কেন্দ্র দখল, এক প্রার্থীর এজেন্টদের মাধ্যমে সাধারণ ভোটারদের ইভিএমের ভোট জোরপূর্বক ছিনিয়ে নেওয়া ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চিহ্নিত ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদানের হুমকির ঘটনায় সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের ন্যায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য উল্লেখিত অভিযোগের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আলহাজ মো. আলাউদ্দিন ভূঁইয়া এবং চামচ মার্কার প্রার্থী সিকদার মো. সফিকুর রহমান রেজাউল। তাদের দাবি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য পৌরসভার ১৪টি ভোটকেন্দ্রে স্থায়ীভাবে ম্যাজিস্ট্রেট নিয়োগ, বহিরাগত ঠেকাতে বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল বৃদ্ধি, ভোটগ্রহণের দিন প্রার্থীর এজেন্ট এবং প্রিজাইডিং কর্মকর্তাদের সঠিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করতে হবে। গতকাল রোববার সকালে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আলহাজ মো. আলাউদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন মার্কার প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের সমর্থকরা আমার কর্মী লালচাঁন ভূঁইয়া, জামাল বেপারী, হাফিজুল ইসলাম ও আজিজুল ইসলামকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এছাড়াও মোবাইল ফোন মার্কার প্রার্থীর পক্ষে বিভিন্ন ইউনিয়নসহ পার্শ্ববর্তী উপজেলার বহিরাগতরা গত কয়েকদিন থেকে মোটরসাইকেল মহড়া দিয়ে ভোটারদের ওপর হামলা, ভোটের দিন কেন্দ্র দখল, প্রার্থীর এজেন্টদের মাধ্যমে সাধারণ ভোটারদের ইভিএমের ভোট জোরপূর্বক ছিনিয়ে নেওয়া ও আমার ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাঁধা প্রদানের হুমকির প্রদর্শন অব্যাহত রেখেছে।