রংপুরে প্রতিষ্ঠাবার্ষিকতে এতিম দুস্থদের খাদ্য বিতরণ

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করে জেলা আওয়ামী লীগ। গতকাল রোববার নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে প্লাটিনাম জয়ন্তীতে সূর্যোদয়ের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বেলা ১১টায় রংপুর মহানগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এতিম দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আনন্দ শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে এক ঘণ্টার এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছোট্ট শিশু-কিশোররা রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নানা বীরত্বগাঁথা ইতিহাসের প্রতিচ্ছবি। শিশু-কিশোরদের রং আর তুলির সমন্বয়ে হাতের নিখুঁত ছোঁয়ায় মুহূর্তেই ফুটে ওঠে এসব চিত্রকর্ম। নগরীর শিশু অঙ্গনে প্রথম শ্রেণিতে পডুয়া মারিয়া জাহান তার হাতের ছোঁয়ায় এঁকেছে নৌকাসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক। অপর আরেক প্রতিযোগী জুথি ফুটিয়ে তুলেছে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর ছবি। এমন আয়োজনে অংশগ্রহণ করা শিশু-কিশোররা বেশ খুশি। রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল বলেন, নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় আমরা রংপুরেও আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি।