ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অর্ধবার্ষিক পরীক্ষার

রুটিন পরিবর্তনের আবেদন সচিব বরাবর

রুটিন পরিবর্তনের আবেদন সচিব বরাবর

আসন্ন ৩ জুলাই থেকে সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হতে যাওয়া ষান্নাসিক (অর্ধবার্ষিক) পরীক্ষার তারিখ (রুটিন) পরিবর্তন করে ১০ মহররম (১৭ জুলাই) তারিখের পর হতে পরীক্ষার তারিখ (রুটিন) পূর্ণ নির্ধারণ করার আবেদন জানিয়েছে সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ, বাংলাদেশ।

গতকাল সোমবার (২৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবরে সংগঠনের নিজস্ব প্যাডে লিখিত আবেদন জানায় সংগঠনটি। লিখিত আবেদনে উল্লেখ করা হয়, কারবালার মহান শহীদদের স্মরণে সমগ্র বিশ্বের মুসলমানদের ন্যায় বাংলাদেশেও শিয়া মুসলিম সম্প্রদায় মহররম মাসের প্রথম ১০ দিনব্যাপী, দিবা-রাত্রি বিভিন্ন ধরনের শোক অনুষ্ঠান, শোক মিছিল, আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে। তাই ওই সময় অর্ধবার্ষিক পরীক্ষা চলমান থাকলে শিক্ষার্থীরা ওই অনুষ্ঠানগুলোতে উপস্থিত হতে বাধাগ্রস্ত হবে। সেই সাথে তাদের অর্ধবার্ষিক পরীক্ষায়ও ক্ষতিগ্রস্ত হবে। এই আবেদনপত্রের সমর্থনে ঢাকা, খুলনা, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার অভিভাবকরা, ইমাম বাড়ার দায়িত্বশীলরা এবং বিভিন্ন শিয়া সংগঠনের নেতৃবৃন্দ স্বাক্ষর প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত