ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গৌরনদীর ইউএনও পেলেন শুদ্ধাচার পুরস্কার

গৌরনদীর ইউএনও পেলেন শুদ্ধাচার পুরস্কার

সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান। জেলার উপজেলা পর্যায়ের কার্যালয়সমূহের প্রধানদের মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন। গত রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক শহিদুল ইসলামের হাত থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেন ইউএনও আবু আবদুল্লাহ।

শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় গতকাল সোমবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনওকে ফুলের শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় ইউএনও আবু আবদুল্লাহ খান বলেন, সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

কাজের স্বীকৃতি আনন্দের। এ স্বীকৃতি সরকারি দায়িত্ব পালনের গতিকে আরো ত্বরান্বিত করবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই। উল্লেখ্য, গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. আবু আবদুল্লাহ খান যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ নিরলসভাবে করে যাচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত