দুঃখ কষ্ট প্রতিঘাত মোকাবিলা করে ভালো মানুষ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, জীবনে যতো দুঃখ-কষ্ট, ঘাত-প্রতিঘাত আসুক না কেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। গতকাল বুধবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর আয়োজিত কর্মচারী পোষ্যদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৪ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। ১৬৩ জন কর্মচারীর ২০৬ জন সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ৬ষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত সন্তানদের এই বৃত্তি প্রদান করা হয়।

উপাচার্য শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, তুমি কোন পরিবারের, কোন জায়গা থেকে এসেছ, সেটি বিবেচনার বিষয় নয়, তুমি একজন মানুষের সন্তান, এই পৃথিবী তোমার। আগামীদিনের যে পৃথিবী তার মালিক আমরা কেউ না। আগামী পৃথিবীর মালিক তুমি। তুমি যেভাবে করে পৃথিবী গড়বে, তোমার পৃথিবী তেমনটি হবে। আদর্শবান ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। সেটি হতে পারলেই তোমার পিতা-মাতার যতো পরিশ্রম তা স্বার্থক হবে। দিন শেষে তুমি যদি দুর্নীতিবাজ মানুষ হও তা হবে পিতা-মাতার জন্য কষ্টের। দুঃখ, কষ্ট, প্রতিঘাত আসুক; কিন্তু তুমি ভালো মানুষ হও।