রসিকের চলতি বছরের প্রস্তাবিত খসড়া বাজেট অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর সিটি করপোরেশন (রসিক) একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সমহীমায় দাঁড়িয়ে আছে। এটির দৃশ্যমান উন্নয়নের জন্য সিটি করপোরেশনের নিজস্ব তহবিলের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ প্রয়োজন বলে জানান রসিক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। গত মঙ্গলবার দুপুরে রসিক আয়োজিত রসিকের হল রুমে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এবং ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পর্যাপ্ত বরাদ্দ পেলে ৩৩টি ওয়ার্ডে রাস্তা-ঘাট, বিদ্যুতের আলোসহ দৃশ্যমান উন্নয়নগুলো সম্ভব হবে।

রসিকের পক্ষ থেকে উন্নয়ন প্রকল্পের বাজেটের জন্য বরাদ্দ চেয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে, তা অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি রংপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে জোর দাবি জানান।