ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেরোবিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বেরোবিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখা, সাপ ও মশাসহ বিষাক্ত পোকাণ্ডমাকড়ের উপদ্রব রোধ, নিরাপদ কর্মপরিবেশ রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সবাইকে আন্তরিক হতে হবে। এই ধরনের কার্যক্রম শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে না রেখে পুরো ক্যাম্পাসের পরিবেশ সুন্দর এবং চলাচলে নিরাপদ রাখার জন্য ধারাবাহিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ অব্যহত রাখতে হবে। ক্যাম্পাসে মশাসহ ক্ষতিকর পোকামাকড়ের বিস্তার রোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতনতা বৃদ্ধির জন্য আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সব অংশীজনের অংশগ্রহণে এ ধরনের আয়োজন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন উপাচার্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত