সিলেটে পৃথক দুর্ঘটনায় দুই চালক নিহত

প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট ব্যুরো

জেলায় ৩ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। এছাড়া পরিবহনগুলোয় থাকা তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৩টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের খানুয়া নামক স্থানে ট্রাক-সিএনজি অটোরিকশার এবং সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাসচালক মোহাম্মদ আলী (৫২) শরীয়তপুর জেলার ডামুইড্ডা ফুলপুর এলাকার মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হন ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা রামিম আহমদ (৩২)। এছাড়া ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হন সিএনজি অটোরিকশাচালক সাজু মিয়া (২৫)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালদিঘা গ্রামের ময়না মিয়ার ছেলে। সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহারুল সোহাগ বাবু জানান, একটি বেসরকারি সিগারেট কোম্পানির ট্রেনিংয়ের জন্য চার কর্মকর্তা ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন।