রক্তদান পবিত্র কাজ

সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, রক্তদান পবিত্র কাজ। স্বেচ্ছায় রক্তদান অসংখ্য জীবন বাঁচায়। এক সময়ে মানুষ রক্ত দিতে ও নিতে ভয় ও শংকায় থাকত। সন্ধানী সংগঠনের কাজের কারণে এ বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে।

মন্ত্রী গত বৃহস্পতিবার রাজধানীর নীলক্ষেতস্থ সন্ধানী ভবনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে রক্তদাতাদের সম্মাননা প্রদান ও ‘সন্ধানী : বিশ্বাস শুদ্ধতায় একাগ্র’ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধক অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। কেন্দ্রীয় সন্ধানী পরিষদের সভাপতি, হাসিন মুকরামিন আজমাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ডা. জামাল উদ্দিন চৌধুরী, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, সভাপতি, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও মহাসচিব, সন্ধানী অ্যালামনাই ফাউন্ডেশন।