সেবা থেকে দূরে থাকার সুযোগ নেই

ড. বিশ্বজিৎ চন্দ

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

স্বায়ত্তশাসনের কথা বলে সেবা প্রদান থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইউজিসি সদস্য ও সিটিজেন চার্টার পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের সেবা প্রদান প্রতিশ্রুতি হালনাগাদ নিশ্চিতকরণে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ও সেবা প্রদান প্রতিশ্রুতি পরিবীক্ষণ কমিটির সদস্য ড. শামসুল আরেফিন। কমিশনের অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক ও সেবা প্রদান প্রতিশ্রুতি পরিবীক্ষণ কমিটির ফোকাল পয়েন্ট মো: আব্দুল আলীমণ্ডএর সঞ্চালনায় ইউজিসি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কবিরুল হাসান, ইউজিসি’র এপিএ সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট, বিকল্প ফোকাল পয়েন্ট ও ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেবা প্রদান প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটির ফোকাল পয়েন্ট, বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ড. বিশ্বজিৎ চন্দ বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, সেবা প্রদান নিশ্চিত করার জন্য আপনারা বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে কথা বলবেন।