বিসিক কার্যালয়ের উদ্যোগে ২০০ জনকে প্রশিক্ষণ

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

শিল্প উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থবছরে ২০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আটটি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে এসব প্রশিক্ষণার্থীকে শিল্প উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাঁচ দিনব্যাপী প্রত্যেকটি প্রশিক্ষণ কোর্সে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এসব প্রশিক্ষণ কোর্সে জাতীয় শিল্পনীতি, বাংলাদেশের অর্থনীতিতে মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা, বিসিক ওয়ানস্টপ সার্ভিস, বিসিক অনলাইন মার্কেটিং, শিল্পায়নে এসএমই-এর ভূমিকা, শিল্পায়নে ঋণদান পদ্ধতি, সফল উদ্যোক্তার গুণাবলি, নতুন ব্যবসায়িক ধারণা চিহ্নিতকরণ, মাইক্রো স্ক্রিনিং, ম্যাক্রো স্ক্রিনিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।