ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রতিদিনই দূরদূরান্ত থেকে হাজারো মানুষের পদভারে মুখর থাকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ছুটির দিনে থাকে উপচেপড়া ভিড়। রোদণ্ডবৃষ্টি উপেক্ষা করে সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবারও মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় দর্শনার্থীদের ভিড়। পরিবার-পরিজন নিয়ে দর্শনার্থীদের কেউ এসেছেন গাজীপুর থেকে, কেউ এসেছেন কেরানীগঞ্জ থেকে। ঢাকার বিভিন্ন স্থান থেকেও এসেছেন অনেকে। গতকাল সকালের আকাশে কখনো মেঘ, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনো রোদের ঝলকানি। বানর, বাঘ, সিংহ, ময়ূর, হরিণের খাঁচার সামনে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রোদ, বৃষ্টি এড়াতে দর্শনার্থীরা আশ্রয় নিয়েছেন বিশ্রামকেন্দ্র, গাছের ছায়া ও লেকের পাড়ে। গতকাল সকাল ১০টা থেকে চিড়িয়াখানার কার্যক্রম শুরু হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। বাদাম, খাবার পানি, হরেক রকম খেলনা-খাবার নিয়ে চিড়িয়াখানার বাইরে দর্শনার্থীদের অপেক্ষায় ছিল শতাধিক হকার। বেলা ১২টার পর দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। সেইসঙ্গে বাড়তে থাকে হকারদের ব্যস্ততা। চিড়িয়াখানা এলাকায় সাবানের বুদবুদ তৈরির খেলনা বিক্রি করেন আমজাদ। কথা হলে আমজাদ বলেন, প্রতিদিনই সকাল ও বিকাল চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন এলাকায় এ খেলনা বিক্রি করি। প্রতিপিস খেলনা ৫০ টাকা।

অন্যান্য ৪০০-৫০০ টাকার খেলনাও আছে আমার কাছে। অন্যান্য দিনের চেয়ে শুক্রবার বা সরকারি ছুটির দিন বিক্রি ভালো। আমার মতো আরও ৫-৬ জন এ খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সাভারের নবীনগর থেকে মায়ের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন ১০ বছর বয়সী ফারিন। ফারিন বলে, চিড়িয়াখানায় হাতি, উট আর বাঘ দেখে অনেক ভালো লেগেছে।