মিথ্যা ঘোষণায় এলো ৫ কোটি টাকার সিগারেট

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টমসে মিথ্যা ঘোষণায় এলো ৫ কোটি টাকার সিগারেট। জানা যায়, ওয়াটার পিউরিফাইং মেশিন ঘোষণার একটি চালানে ৫ কোটি টাকার সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টম হাউস মিথ্যা ঘোষণায় আনা ২০ ফুট লম্বা কনটেইনারটি আটক করে। চোরাচালানের মাধ্যমে সিগারেট আমদানি করে সরকারের রাজস্ব ফাঁকির অপচেষ্টা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রযোজ্য সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. আয়শা সিদ্দিকা জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও কাস্টম হাউজ চট্টগ্রাম যৌথভাবে চট্টগ্রাম বন্দরে অভিযান চালায়। কায়িক পরীক্ষায় মিথ্যা ঘোষণা ও চোরাচালানের মাধ্যমে আনা মন্ড সুপার স্লিমস গ্রিন আপেল এবং মন্ড সুপার স্লিমস স্ট্রবেরি ব্র্যান্ডের ৫০ লাখ শলাকা (২৫ হাজার মিনি কার্টুন) সিগারেট পাওয়া যায়।