রংপুরে ১৭ কোটি টাকার কৃষি প্রণোদনা বিতরণ

প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৩-২৪ অর্থবছরে রংপুর জেলার ১ লাখ ৬৫ হাজার ৫১০ জন উপকারভোগীর মাঝে ১৭ কোটি ৬৩ হাজার ৫০০ টাকার কৃষি প্রণোদনা বিতরণ করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন ফসল আবাদের জন্য ৮ হাজার ২০০ জন কৃষকের মাঝে ৪ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৮০০ টাকার সার ও বীজ বিতরণ করা হয়েছে। একই কর্মসূচির আওতায় শীতকালীন ফসল আবাদের জন্য ৪০ হাজার ১১০ জন কৃষকের মাঝে ৪ কোটি ৩৫ লাখ ৯২ হাজার ২০০ টাকার সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া বোরো, আউশ ও রোপা আমন ধান আবাদের জন্য ১ লাখ ১০ হাজার ২০০ জন কৃষকের মাঝে ৭ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৫০০ টাকার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাট চাষাবাদের জন্য ৪ হাজার জন কৃষকের মাঝে ৮ লাখ ৯০ হাজার টাকার কৃষি প্রণোদনা প্রদান করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটস (বিনা) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রংপুর বিভাগের ৮ জেলা ১৬ টন বীজ এবং কৃষি উপকরণ বিতরণ করেছে ১০ লাখ টাকার সার ও বীজ।