ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস শিগগিরই চালু হচ্ছে

রংপুরে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস শিগগিরই চালু হচ্ছে

শিগগিরই চালু হচ্ছে রংপুরে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস। গতকাল শনিবার বিকালে নতুন ভারতীয় সহকারী হাইকমিশন অফিস স্থাপনের লক্ষ্যে অফিসের জায়গা নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সভাপতি আবু হেনা মো. রেজওয়ানুল করিম। সভায় রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার রংপুর বিভাগের মানুষের সুবিধার্থে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে নতুন সহকারী হাইকমিশন অফিস খোলার উদ্যোগ গ্রহণ করেছে।

এজন্য ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের নির্দেশে রংপুরে নতুন ভারতীয় সহকারী হাইকমিশন অফিস দ্রুত স্থাপনের লক্ষ্যে রংপুর শহরের বিভিন্ন লোকেশনে জায়গা পরিদর্শন করা হবে বলে তিনি সভাকে অবহিত করেন।

সভা শেষে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সভাপতি আবু হেনা মো. রেজওয়ানুল করিমের নেতৃত্বে রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার রংপুরে নতুন ভারতীয় সহকারী হাইকমিশন অফিস স্থাপনের লক্ষ্যে শহরের শালবন, কামাল কাছনা ও ধাপ এলাকার বিভিন্ন লোকেশনে একাধিক অফিস বিল্ডিং পরিদর্শন করেন। পরিদর্শনকালে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত