‘বিপ্লবী মাস্টার দা সূর্যসেন ও তার স্বদেশ প্রেম’ শীষক আলোচনা সভা

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ জাতীয় জাদুঘর জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বিপ্লবী মাস্টার দা সূর্যসেন ও তার স্বদেশ প্রেম’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. আব্দুর রাজ্জাক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও লেখক অনুপম হায়াৎ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জামান। মূল প্রবন্ধ ও আলোচনায় বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের স্বদেশপ্রেম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে যেসব বাঙালি তরুণ মৃত্যুভয়কে তুচ্ছ করে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন বিপ্লবী মহানায়ক নেতা সংগ্রামী মাস্টার দা সূর্যসেন।