সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবি রাবি শিক্ষকদের

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন-স্কেল প্রবর্তনের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবন চত্বরে আয়োজিত ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান তারা। এ সময় শিক্ষকরা বলেন, প্রত্যয় স্কিম একটি বৈষম্যমূলক পেনশন স্কিম। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককের মধ্যেই বৈষম্য তৈরি হবে।