বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্স সমৃদ্ধ করার আহ্বান

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

শিক্ষা ও গবেষণায় গতি সঞ্চার করতে বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্স ব্যবহারের বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি ডিজিটাল লাইব্রেরিতে মানসম্মত টেক্সট বুক, ই-বুক ও ই-জার্নাল সংযোজনের পরামর্শ দিয়েছেন। গতকাল রোববার ইউজিসিতে অনুষ্ঠিত ডিজিটাল লাইব্রেরির ওপর নলেজ শেয়ারিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভুঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।