ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

রংপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, অর্থ পাচার, খেলাপিঋণ-ব্যাংক ডাকাতি রোধের দাবিতে রংপুরে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোট, রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের জেলা আহ্বায়ক ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দিনরাত কঠোর পরিশ্রম করেও দেশের শ্রমজীবী মানুষ তিনবেলা পেটপুরে খেতে পারে না। সেখানে একজন সরকারী কর্মকর্তা ১৫ লাখ টাকায় ঈদের ছাগল কেনে, স্ত্রী-পুত্র-কন্যার নামে শত শত বিঘা জমি, হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ছে। পুলিশের সর্বোচ্চ পদে থেকে সরকারের ছত্রছায়ায় সর্বোচ্চ লুটপাট করেছে বেনজীর আহমেদ। এছাড়া ব্যাংক লুটপাট, অর্থ বিদেশে পাচার চলছে অবাধে। নেতৃবৃন্দ বলেন, মিডিয়ায় প্রকাশিত খবর থেকে যতটুকু জানা যায় তা ডুবন্ত হিমশৈলের উপরের অংশটুকু শুধু। এই দুর্নীতি লুটপাটের শিকড় অনেক গভীরে। বিনা ভোটে ক্ষমতায় আসা এই সরকারের বিভিন্ন অংশ এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত। ফলে জনগণের অংশগ্রহণে বাম শক্তির নেতৃত্বে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত