ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা

ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা

অস্থির ডিমের বাজারে স্বস্তি ফেরাতে হানা দিয়েছে খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় ডিমের পাইকারি ও খুচরা বাজারদর যাচাই করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে গল্লামারী এলাকার পুতুল ডিমঘরকে মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় একই এলাকার মেসার্স অসমিতা এন্টারপ্রাইজকে মূল্যতালিকা সংরক্ষণ না করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত