ঢাকা ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাপার বিবৃতি

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পাঁচগুণ করা অযৌক্তিক

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পাঁচগুণ করা অযৌক্তিক

‘রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি একলাফে পাঁচগুণ (২০ থেকে ১০০ টাকা) বাড়ানোর ঘটনায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উদ্বিগ্ন। এছাড়া ফি বাড়ানো শিশুদের বিকাশকে বাধাগ্রস্ত করবে। তাই আমরা এই ফি বৃদ্ধির সিদ্ধান্তকে অনুচিত ও অযৌক্তিক মনে করছি।’ গত বৃহস্পতিবার মিরপুর বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পাঁচগুণ বাড়ানোর প্রতিবাদে বাপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক ও সাধারণ সম্পাদক আলমগীর কবির যৌথ বিবৃতি দিয়েছেন। তারা বলেন, এর আগে এই জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রবেশ ফি ছিল ২০ টাকা; এবং শরীরচর্চার জন্য আগে উদ্যানে গেলে কোনো রকম ফি লাগতো না। এখন ফি বাড়িয়ে করা হয়েছে ১০০ টাকা শরীরচর্চার জন্য ফি দেওয়া লাগবে ৫০০ টাকা। আজ থেকে উদ্যানটিতে প্রবেশের জন্য প্রত্যেক দর্শনার্থীকে পাঁচগুণ টাকা গুনতে হবে। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি বাড়ানো নিয়ে মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ থেকে গত ২১ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, ১২ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে জনপ্রতি ১০০ টাকা প্রবেশ ফি দিতে হবে। এর চেয়ে কম বয়সিদের জন্য প্রবেশে ফি দিতে হবে ৫০ টাকা এবং শরীরচর্চার জন্য ফি দেওয়া লাগবে ৫০০ টাকা। এমনিতেই ঢাকায় সাধারণ মানুষের যাওয়ার জায়গা দিন দিন কমে যাচ্ছে। শিশুরা গাছপালা তথা সবুজ দেখতে পায় না বললেই চলে, তার ওপর এত অধিক হারে ফি বাড়ানো শিশুদের বিকাশকে বাধাগ্রস্ত করবে তাই আমরা এই ফি বৃদ্ধির সিদ্ধান্তকে অনুচিত ও অযৌক্তিক মনে করছি। আমরা ফি বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত পরিবর্তনসহ ঢাকাসহ সারা দেশের পার্ক-উদ্যান ও খেলার মাঠগুলোকে সাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত