ঢাকা ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালি ভাংতি আদমখা সড়কে সেতুব্রিজ

ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সমাজকল্যাণ মন্ত্রী

ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সমাজকল্যাণ মন্ত্রী

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত স্বপ্নের ব্রিজ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এটি। চাঁদপুর সদর উপজেলাধীন আদমখা সড়কের কালি ভাংতি মতলব খালের উপরে ৮ মি. চেইনেজে ৩০.০০ মি. দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলাধীন আদমখা সড়কের কালি ভাংতি মতলব খালের উপর পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা কৃষক লীগের সভাপতি আবদুল আজিজ খান বাদল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন, কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ খান দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়স সহ-সভাপতি মো. মহসিন পালোওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এমএম কামাল, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জামাল গাজী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস চৌধুরী, ২নং সভাপতি হান্নান গাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাদাত গাজী, মো. আউওয়াল খান, মো. জামাল বকাউল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত