কক্সবাজারে ফের শ্রেষ্ঠ সার্কেল রাসেল, ওসি ওসমান গনি

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

অপরাধ নির্মূলে ভূমিকা রাখায় অভিন্ন মানদ-ের আলোকে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল। এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি, ওই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন, কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার, টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিটন দে। এছাড়াও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন চকরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিব উল্লাহ। জুন মাসে তিনি ৪ জন আসামি গ্রেফতার পূর্বক, একটি এলজি, একটি কার্তুজ, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করেন। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর ট্রাফিকের সার্জেন্ট রোবায়েত হোসেন। প্রশাসনিক কাজে বিশেষ পুরস্কার ভূষিত হয়েছেন কক্সবাজার ডিএসবির এসআই মো. সোহেল রানা, প্রশাসনিক শাখার মো. রোহান। অপারেশনাল কাজে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শুভ মিত্র তালুকদার। গতকাল শনিবার কক্সবাজার পুলিশ লাইন্সে মালিক কল্যাণ সভায় তাদের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়। জুন মাসের পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এমএম রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্তসহ সিআইডি, এপিবিএনের প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জবৃন্দ। মাসিক কল্যাণ সভা শেষ করে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে দুপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় পুলিশ সুপার সব থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।