নগরীতে উন্নত ট্রাফিকসেবা নিশ্চিতকরণে ব্রিফিং প্রদান

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

নগরীতে উন্নত ট্রাফিক সেবা নিশ্চিতকরণে ব্রিফিং প্রদান করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গতকাল রোববার দুপুরে আরপিএমপি কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মেনহাজুল আলম সঞ্চালনায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আব্দুল ওয়ারেস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. নজরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল) মো. মাহফুজুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা।

উক্ত ব্রিফিং প্রদান অনুষ্ঠানে পুলিশ কমিশনার প্রথমে আরপিএমপি ট্রাফিক বিভাগের প্রত্যেক সদস্যের ওয়েলফেয়ার বা সুযোগ-সুবিধা নিয়ে বিশদ আলোচনা করেন। এরপর তিনি নগরীর ট্রাফিক সেবা আরো উন্নত করার লক্ষ্যে নগরীর ট্রাফিক সিগন্যাল, লেন ম্যানেজমেন্ট, পার্কিং প্লেস, সিএনজি-লেগুনাগুলোর রুট নির্ধারণ সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি ট্রাফিক সদস্যদের নগরীতে অবৈধ ও লাইসেন্সবিহীন যান চলাচলের বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা প্রদান করেন।