ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নিরাপদ খাদ্য

রংপুর বিভাগে ১৫৩টি জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম বাস্তবায়ন

রংপুর বিভাগে ১৫৩টি জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম বাস্তবায়ন

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে গত এক বছরে রংপুর বিভাগে মোট ১৫৩টি জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর বিভাগের আট জেলা কার্যালয় ও রংপুর মেট্রোপলিটন কার্যালয় এসব প্রচার কার্যক্রম বাস্তবায়ন করেছে। বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে রয়েছে বিভাগীয় সেমিনার ৩টি, জেলা সেমিনার ১৯টি, উপজেলা সেমিনার ২৩টি, শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত সেমিনার ৮২টি এবং উঠান বৈঠক ২৬টি। এসব প্রচার কার্যক্রমের মাধ্যমে খাদ্য নিরাপদ রাখার কৌশল, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, নিরাপদ খাদ্যবিষয়ক প্রাথমিক তথ্য, খাদ্য ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে করণীয়, বেকারি পণ্য মোড়কীকরণসহ খাদ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত