কোটাবিরোধী আন্দোলন

বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলে সারাদেশের সাথে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে মহাসড়ক অবরোধ করে প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।