‘আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলভবন নির্মাণ করা হবে’

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: শফিকুর রহমান বাদশা বলেন, বর্তমান পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী প্রশাসনিক অফিসগুলো বিচ্ছিন্নভাবে আছে। একেকটি অফিস একেক জায়গায়। অনেক অফিস টিনের ছাউনি দিয়ে তৈরি। এ অবস্থার উন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলভবন নির্মাণ করা হবে। যেখানে একই ছাদের তলে রাজশাহী রেলের সকল প্রশাসনিক অফিসগুলোকে আনা হবে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব-কমিটির রাজশাহী পরিদর্শন ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় এসব কথা বলেন সংসদ সদস্য। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী পশ্চিমাঞ্চল রেল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ঢাকা-১৯ এর সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, মহিলা-৫০ আসনের সংসদ সদস্য মোছা. নুরুন নাহার বেগম, জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব তারিক মাহমুদ, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান মাহমুদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম। উপস্থিত ছিলেন, চিফ ইঞ্চিনিয়ার (পশ্চিম) আসাদুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান ও অন্যান্যরা। এর আগে প্রশাসনিক অফিসগুলো ঘুরে দেখেন অতিথিরা।