ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব জনসংখ্যা দিবসে সভা ও পুরস্কার বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবসে সভা ও পুরস্কার বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন কর হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন।

অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষৎ গড়ি প্রতিপাদ্য নিয়ে আলোচনায় সভায় পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালক মো: এনামূল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার এ বিএম আবু হানিফ, জেলা প্রশাসক মো: মোবাশে^র হাসান, জেলা সিভিল সার্জন ডাক্তার মো: মোস্তফা জামান চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাক্তার শেখ মো: সাইদুল ইসলাম। এ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানকারী গাইবান্ধার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার হালিদা হানুম আক্তার, নীলফামারী উপজেলা চেয়ারম্যান মো: আবুজার রহমান, পীরগাছা ইটাকুমারী ইউনিয়নের চেয়ারম্যান মো: আবুল বাশার প্রমুখ। এতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য ৯ জন এবং রংপুর বিভাগীয় পর্যায়ে ১০ জনকে শ্রেষ্ঠকর্মী প্রতিষ্ঠানকে সম্মমনা ও পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত