রংপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের করেন একটি বেসরকারি সংস্থা StepUp 4 Nature's fury. গতকাল শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণ কাফনা চর, নুনখাওয়া ১৫০ টি পরিবারে মাথাপিছু ৫ জন ধরে ৭ দিনের শুকনা খাবার পৌছে দেয় হয়। বিতরণে খাবারের মধ্যে ছিল খাবার স্যালাইন, ডায়রিয়ার ওষুধ, নাপা এক্সটেন্ড, চিড়া, গুড় এবং মোমবাতি। এ সময় সংগঠনের সভাপতি মুবাশ্বিরা তাসনীম সাধারণ সম্পাদক মেছবাহুল হাসান রিফাত, অর্থ সম্পদ ফারিয়া খাতুন প্রমুখ। তারা জানায়, এসডিজি-এর গুরুত্বপূর্ণ কিছু গোল যেমন, জলবায়ু, মানসিক স্বাস্থ্য, জিরো হাংগার, ক্ষুধামুক্তি ইত্যাদি বিষয়ের উপর কাজ করে আসছে। এছাড়া তরুণদের স্কিল ডেভেলপমেন্ট, পথশিশু, নারী ও শিশু সুরক্ষা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আমরা সক্রিয় ভূমিকা পালন করে আসছি।