ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চরাঞ্চলের ২ শতাধিক পরিবারের রাত কাটে ভাঙন আতঙ্কে

চরাঞ্চলের ২ শতাধিক পরিবারের রাত কাটে ভাঙন আতঙ্কে

চাঁদপুর নৌ-সীমানার পদ্মা নদীর পানি ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় ভায়াবহ ভাঙনের শুরু হয়েছে চাঁদপুর সদর উপজেলার ১৪ নম্বর রাজরাজেশ্বর ইউনিয়নের বলাশিয়া ও গোয়ালনগর এলাকায়। গত কয়েক দিনের ভাঙনে বহু পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়েছেন।

এখনো ভাঙন হুমকিতে রয়েছে বলাশিয়া ও গোয়ালনগর গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের বসতবাড়ি। এতে আতঙ্কের মধ্যেই দিনরাত পার করছেন ভাঙন হুমকিতে থাকা লোকজন। সরেজমিন দখা গেছে, বলাশিয়া ও গোয়ালনগরের কয়েকটি পরিবার তাদের বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন, কেটে নিচ্ছেন জমির ফসল ও গাছপালা। এদের কেউ কেউ একাধিকবার নদীভাঙনের শিকার হয়েছেন। ভাঙনের স্বীকার বলাশিয়া ও গোয়ালনগরের ভাঙনকবলিত একাধিক ভুক্তভোগী জানান, পদ্মায় পানি বৃদ্ধি পেলে আমাদের এলাকায় ভাঙন বেড়ে যায়। তাই নদীভাঙন রোধে আমরা স্থায়ী ব্যবস্থা চাই। রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়ালনগর, বলাশিয়াসহ কয়েকটি এলাকা ভায়াবহ ভাঙনের হুমকিতে রয়েছে। প্রতি বর্ষায় আমার ইউনিয়নের ব্যাপক এলাকা নদীভাঙনের স্বীকার হয়। আমরা এর একটা স্থায়ী সমাধান চাই। ভাঙনের বিষয়টি আমি সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি এমপি মহাদয়কে জানিয়েছি। আজকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জহরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভাঙনকবলিত দুটি এলাকা পরিদর্শন করেছে। আশা করি, পানি উন্নয়ন বোর্ড দ্রুত ব্যবস্থা নেবে। ভাঙনবিষয়ে জানতে চাইলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলাম বলেন, আমরা ভাঙনকবলিত দুটি এলাকা পরিদর্শন ও পরিমাপ করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা রিপোর্ট পাঠাব। কর্তৃপক্ষ যেভাবে আমাদের নির্দেশনা দেবে আমরা দ্রুতই সেভাবে ভাঙনপ্রতিরোধে কাজ করার প্রক্রিয়া করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত