গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গণ বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে থেকে র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনে সামনে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীনগণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। ১৯৯৮ সালের ১৪ জুলাই গণবিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে।