কালো ধোঁয়া বিশুদ্ধকরণে

উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারে হাইকোর্টের রুল

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মিল কলকারখানার নির্গত বিষাক্ত কালো ধোঁয়া বিশুদ্ধকরণে উদ্ভাবিত নতুন প্রযুক্তি কার্বন পিউরিফিকেশন টেকনোলজি প্রবর্তনের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তিনি আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন। বাংলাদেশের একজন ব্যবসায়ী এটি উদ্ভাবন করেছেন। তার মতে এই যন্ত্র ব্যবহার করা হলে কালো ধোঁয়া বিশুদ্ধ হবে।