ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশাল কলেজের খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল কলেজের খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল সরকারি কলেজের খেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই মাঠে ভবন তুললে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। কলেজ গেটে বিক্ষোভ সমাবেশ শেষে সিটি মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হয়। গতকাল সোমবার বেলা ১১টায় সাবেক শিক্ষার্থী ও মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতি বিজড়িত সরকারি বরিশাল কলেজ মাঠ রক্ষা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাঠ রক্ষা কমিটির সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কমিটির সদস্যসচিব ডা. মণীষা চক্রবর্তী, তেতুলতলা মাঠ আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না, সমাজসেবক ডা. হাবিবুর রহমান ও জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিরনসহ অন্যরা। বক্তারা বলেন, সরকারি বরিশাল কলেজের খেলার মাঠে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে। সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। খেলার মাঠের জন্য মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবন ভেঙে মাঠের জায়গা বের করা হয়েছিল। বিকল্প জায়গা থাকার পরেও একমাত্র খেলার মাঠ নষ্ট করার এই পরিকল্পনা থেকে কর্তৃপক্ষকে অবিলম্বে সরে আসার আহ্বান জানাচ্ছি। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান কর হয়। মেয়র মাঠরক্ষা কমিটিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সরকারি বরিশাল কলেজের ভবন নির্মাণের বিষয়ে শিক্ষার্থী, মাঠরক্ষা কমিটিসহ প্রশাসনিক বৈঠক করার আশ্বাস দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত