ডিএফইডি কর্তৃক বরগুনায় RHL প্রকল্পের Inception Workshop আয়োজন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ডিএফইডি (ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান) বরগুনা জেলার সদর উপজেলায় জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য উপযুক্ত আবাসন এবং জীবিকায়নে সহায়তা প্রদানের লক্ষ্যে Green Climate Fund (GCF) -এর ফান্ডে Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)) প্রকল্পটি ২৭ মার্চ হতে বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের Inception Workshop গতকাল মঙ্গলবার বরগুনায় সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজুস চন্দ্র দে, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত), বরগুনা। ড. একেএম নুরুজ্জামান, মহাব্যবস্থাপক, পিকেএসএফ’র সভাপতিত্বে উক্ত কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রেস প্রতিনিধি এবং পিকেএসএফ’র সহযোগী সংস্থার প্রতিনিধি, ডিএফইডি’র জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার ও প্রকল্পের স্টাফবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রকল্পটি বরগুনা সদর উপজেলার ৮টি (নলটোনা, এম বালিয়াতলী, ঢলুয়া, বদরখালী, বুড়িরচর, আইলাপাতাকাটা, ফুলঝুড়ি ও কেওড়াবুনিয়া) ইউনিয়নে বাস্তবায়িত হবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মো. তৌহিদুল ইসলাম, জোনাল ম্যানেজার, বরিশাল, ডিএফইডি। ডিএফইডি’র কার্যক্রমের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা দেন কৃষিবিদ মো. নিয়ামুল কবীর, কো-অর্ডিনেটর, ডিএফইডি ও ফোকাল পার্সন, আরএইচএল প্রকল্প, ডিএফইডি। আরএইচএল-প্রকল্পের উপস্থাপনায় অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপক মো. মাহমুদুজ্জামান (পরিবেশ ও জলবায়ু পবরবর্তন) তার বক্তব্যে বলেন, পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তাদের উন্নত ও টেকসই বিকল্প জীবিকার উপায় প্রদান করা। Green Climate Fund (GCF) -এর আর্থিক সহায়তায় পিকেএসএফ উপকূলীয় সাতটি জেলায় (কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির মাধ্যমে উপকূলীয় প্রায় তিন লাখ অতি দরিদ্র মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন। প্রকল্পটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে: উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন সহনশীল বাড়ি নির্মাণ/পুনঃনির্মাণ/বসতভিটা উচুকরণ, কাঁকড়া হ্যাচারি স্থাপন ও কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ, মাচা পদ্ধতিতে ছাগল/ভেড়া পালন, বসতবাড়ির আঙিনায় লবণাক্ততা সহনশীল সবজি চাষ, বাড়ির আঙিনায় এবং কাঁকড়া ঘেরে ম্যানগ্রোভ বনায়ন ইত্যাদি। কর্মশালায় প্রধান অতিথি ডিএফইডিকে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ দেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতার সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। এ বিপন্নতা রোধকল্পে সরকার এরইমধ্যে বিভিন্ন কর্মকৌশল ও নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে। পিকেএসএফ এ প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকা দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় আগ্রণী ভূমিকা পালন করছে। সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সফলতা লাভ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডিএফইডিকে প্রকল্প বাস্তবায়নে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সহায়তা প্রদান করবে। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগসমূহ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অবদান রাখছে। এজন্য তিনি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ খাতে নেতৃত্বদানকারী ভূমিকা পালনের জন্য তিনি পিকেএসএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।