রংপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের জনপ্রিয় জাতসমূহের পরিচিতি ও আমন ধানের উৎপাদন কলা কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ রংপুর বিনা উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী ২ শিপ্টে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। বিনা রংপুর উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনা প্রকল্প পরিচালক ডক্টর মো: শহীদুল ইসলাম, বিনা উপ-প্রকল্প পরিচালক ডক্টর মো: কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রিয়াজ উদ্দিন, রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: বেলাল উদ্দিন। এতে আরো প্রশিক্ষণ প্রদান করেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা, মো: মাহমুদুল হোসেন ও মোতাব্বের রহমান, তানজিলা নাসরিন তৃণা প্রমুখ। ওই প্রশিক্ষণের মাঠপর্যায়ের উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের জনপ্রিয় জাতসমূহের পরিচিতি ও আমন ধানের উৎপাদন কলাকৌশল বিনার জাত ও প্রযুক্তি সম্পর্কে মতামত গ্রহণ করে গবেষণা কার্যক্রম প্রণয়ন করা হয়। দুই শিপ্টে রংপুর জেলার উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষক কিষানিসহ ১০০ জন উপস্থিত ছিলেন।