ঢাকা ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে জনপ্রতিনিধি ও আ.লীগের নেতৃবৃন্দের মতবিনিময়

রাজশাহীতে জনপ্রতিনিধি ও আ.লীগের নেতৃবৃন্দের মতবিনিময়

দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল এলাকার জনপ্রতিনিধি ও নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি-জামায়াত-শিবির সারা দেশে সহিংসতা করেছে। এই সহিংসতা রোধে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। জানমালের নিরাপত্তা ও সন্ত্রাসীদের দমনে সরকার সারা দেশে কারফিউ জারি করেছে। কারফিউ জারি সরকারের যথার্থ সিদ্ধান্ত।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কৃষিবিষয়ক সম্পাদক মীর তৌফিক এলাহী ভাদু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের আনসারুল হক খিচ্চু বক্তব্য দেন। সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসলাম সরকার, মহানগর সেচ্ছাসেবক লীগ সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির খান, ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত