শাফিন আহমেদের মৃত্যুতে ব্যারিস্টার শেখ তাপসের শোক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের অন্যতম কর্ণধার, কিংবদন্তি সংগীত তারকা শাফিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার এক শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, শাফিন আহমেদ বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম এক পুরোধা। তরুণ প্রজন্মের মাঝে বাংলা গান ও বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে শাফিন আহমেদের অবদান অনস্বীকার্য। তার অনবদ্য সব সৃষ্টির মাঝেই তিনি বাঙালির হৃদয়ে চির স্মরণীয় হয়ে বেঁচে থাকবেন। শাফিন আহমেদের গান এখনো শোনেন জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি এখনো শাফিন আহমেদের গান শুনি। তার গান এখনো আমাকে উদ্বেলিত করে। তার গানে জীবনবোধ রয়েছে, রয়েছে অনুপ্রেরণার খোরাকও। তার অকাল মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত। শোকবার্তায় ঢাদসিকের মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত শাফিন আহমেদের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।