ঢাকা ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলারডুবি

সৈকতে ভেসে এলো দুইজনের লাশ
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলারডুবি

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোটডুবির ঘটনায় দুইজনের লাশ টেকনাফ পশ্চিম সৈকতে ভেসে এসেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি। নিহতরা হলেন, মৃত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) ও মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০)। তাদের মধ্যে ইসমাইল ট্রলারের যাত্রী আর ফাহাদ স্পিডবোট নিয়ে ট্রলার ডুবে নিখোঁজদের খুঁজতে যাওয়া ব্যক্তি। তবে এখনো নিখোঁজ রয়েছেন ছলিম উল্লার ছেলে নুর মোহাম্মদ সৈকত (২৭)। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। সেন্টমার্টিন এলাকার বাসিন্দা অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ বলেন, ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় দুইজনের মরদেহ টেকনাফের পশ্চিম সৈকতে ভেসে উঠলো। তবে এখনো নিখোঁজ সৈকতের সন্ধান মেলেনি। স্থানীয়দের বরাতে ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে ট্রলারডুবির ঘটনা ঘটলে কয়েকজন নিখোঁজ হন। পরে কিছু লোক চারটি স্পিডবোট নিয়ে তাদের উদ্ধার করতে যায়। এতে ঢেউয়ের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে যায়। এরপর থেকে এসব ঘটনায় তিনজন নিখোঁজ ছিল। শুক্রবার সকাল ১০টার দিকে দুইজনের মরদেহ টেকনাফ পশ্চিম সৈকতে ভেসে এলেও নুর মোহাম্মদ সৈকত নামে একজন এখনো নিখোঁজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত