ঢাকা ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন

দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বকেয়া বেতন প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এডরুক ফার্ম সিউটিক্যাল লিমিটেডের আর এস এম, এরিয়া ম্যানেজার ও এমপিওরা। গতকাল শুক্রবার সকালে রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে এডরুক ফার্ম সিউটিক্যাল লিমিটেড কর্তৃক দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও বকেয়া বেতন প্রদানের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোম্পানির রংপুর জেলা রিজিওনাল সেলস ম্যানেজার মো. সাদেকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এডরুক ফার্ম সিউটিক্যাল লিমিটেড কর্তৃক এই হয়ারানিমূলক চেক ডিজঅনার নামক (সিআর) মামলা শুধু আমাদের নামেই না, সমগ্র বাংলাদেশে যেসব প্রতিনিধি চাকরিচ্যুত হয়েছে বা চাকরি ছেড়ে দিয়েছেন তাদের প্রত্যেকের নামেই চাকরির প্রথম অবস্থায় কোম্পানি যে স্বাক্ষরযুক্ত ডেটবিহীন ব্যাংক চেক দিয়েছিল, সেই চেকের মাধ্যমে পরবর্তিতে হয়রানিমূলক চেক ডিজঅনার নামক (সিআর) মিথ্যা মামলা করে সবার জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির ঠাকুরগাঁও জেলার এরিয়া ম্যানেজার মো. সুমেল রানা, কোম্পানির পঞ্চগড় জেলার এরিয়া ম্যানেজার মো. আবু বকর, কোম্পানির রংপুর জেলার সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মো. সামসুল হক, কোম্পানির রংপুর জেলার সেলস এরিয়া ম্যানেজার মো. মাহামুদুল ইসলাম, কোম্পানির দিনাজপুর জেলার রিজিওনাল সেলস ম্যানেজার মো. বজলুর রহমান, কোম্পানির বগুড়া জেলার এরিয়া ম্যানেজার শিশির কুমারসহ বিভিন্ন জেলার আর এস এম এরিয়া ম্যানেজার ও এমপিওরা। এ সময় তারা রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অশু হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত