ঢাকা ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় প্রগতিশীল ইসলামী জোট

অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় প্রগতিশীল ইসলামী জোট

কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সন্ত্রাস, গুলি, সরকারি সম্পদ জ্বালাও-পোড়াও এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে ইসলামী গণতান্ত্রিক পার্টিও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান, সবেক এমপি এমএ আওয়াল বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে শি?ক্ষার্থীদের শান্তিপূর্ণ- কোটা সংস্কার আন্দোলন চলছিল। কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ আগে- কোটা আন্দোলনের নামে দেশে সে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তাহা একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কে স্মরণ করিয়ে দেয়। তিনি মানুষ হত্যা, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগও ভাঙচুর এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি যারা করেছে, তারা যে দল বা মতেরই হোক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত