ঢাকা ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিম্ন আয়ের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ

নিম্ন আয়ের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ

দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) গতকাল শনিবার সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। ঢাকাস্থ নাবিক কলোনি, মিরপুর-১৪’ তে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দুস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকলের খোঁজখবর নেন এবং গরিব-দুস্থ জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ মানুষের কল্যাণে সর্বদা সহায়তা প্রদান করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, অধিনায়ক বানৌজা হাজী মহসীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত